Posts

মহুল বনের ধারে

{মহুল বনের ধারে বয়েস পিছিয়ে গেলে} জোড়ের জলের কণা ভেজার ডাক পাঠালে {গ্রীষ্মের সকালে মাছরাঙার ডানা শ্যামলা মেয়ের যৌবনকে ছুঁয়ে দিলে} {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷} হলদে ফড়িং কত গল্প শোনাবে বলে ডাকছে সবুজ বিছানায়... এসব দিনের কথা ইতিহাস হবে বলে লিখছি রঙিন কবিতায়... {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷} মহুল বনের ধারে বয়েস পিছিয়ে গেলে কুরচি ফুলের চুমু বেহায়া বুকের তলে { আগুনে পুড়বে বলে জঙ্গলের হাওয়া শ্যামলা মেয়ের যৌবনকে ছুঁয়ে দিলে} {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷}

ঝাপ ফেইলে দে ঠাকুর দালানের (বাউল)

কার লাইগে তুই বইসে আছিস  হালের ওপর জল ফেইলেছিস আইসবেক নাই কোন ঠাকুর তুহার দুরানে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ ও চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ চোখ মুছে লে রে চাষা মেঘ কাইটবেক সর্বনাশা হাল ধরে লে সোনার সীতাই আসুক উঠানে ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ চান করা অক্ষরে ও তোর ব্যাটা বিটিকে ব্যাবসা শিখে শহর থেকে আইসলে ফেরত গাঁয়ে তে.... ঝাঁপ ফেলে দে ঠাকুর দালানের...  ও চাষা রে... ঝাপ ফেলে দে ঠাকুর দালানের৷ মাথায় করে রাখবি যদি মায়ের মাটিকে একদিন ঠিক জল খাবি রে সোনার ঘটিতে৷ উধার থেক্যে জানলা বাইয়ে ভালছে ঠাকুর তোর দালানে  সোনার সীতা হাত রাইখেছে মাথা শিথানে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ ও চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ জানবি যে গাছ ফলছে যত নুইতে থাকে শুঁড়ের মত কতক সোনা ছড়াই দে তোর ফাঁকা উঠানে.. ঝাঁপ পড়েছে ঠাকুর দালানে৷ ও চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ অহংকারের ভিতরে কাঁটা অন্ধকারী সর্বনাশা উল্টে যাবেক আবার পাশা... মা কে যেদিন ভুলে যাবি চোখের জলেই শোক মানাবি অন্ধকারের বাজ পড়বেক তুহার উঠানে ঝাঁপ পড়বেক ঠাকুর দালানে... ও চাষা রে... ঝাপ পড়বেক ঠাকুর দালানে...

ভয়

ভয়ের ভেতরে বেঁচে থাকা তুমি ঈশ্বর, তুমি বাস্তব বাতাসের দেহে আয়না রেখেছে মৃত্যুর যুপকাষ্ঠ তুমি কথা হীন, নির্বাক এক সত্য চলচিত্রে লিখে রেখেছিলে প্রত্যেকে শুধু ডুবলে নিজের মধ্যে  নব বিপ্লবে জ্বলবে আগুন বিভেদের মানচিত্রে ব্যার্থ তুমি জ্ঞানের ভাষায় মূর্খয় ভরা বিশ্বে জীবনের উল্লাস আয়োজনে হিংসার দড়ি ছিড়তে দেখ দেখ আজ জীবনের ভয় নিঃস্ব করেছে লজ্জা ভয়টুকু শুধু রেখে যাও তুমি অর্ধমৃতের তীর্থে৷ জয় হোক, তবু ভয় হোক, দেহ ভেদাভেদহীন রক্তে ক্ষয় হতে থাক হিংসার দড়ি, বিজ্ঞান ঢালো ভক্তে.. বাতাসে বাতাসে ভয় দাও প্রেম হারানোর ভয়ে বন্ধন.. বিশ্বের বুকে ছড়াও পুষ্প, ভালবাসা রাঙা চন্দন৷

আবদ্ধতায়

পথের পাতা পথ ভুলেছে ওড়ার আগে, তার কী দায়? তাকেই যখন বন্দী কর, ঘরের ভেতর ঝড় জমায়৷ ঝড়ের বুকেও ক্লান্ত প্রদীপ তোমার ছোঁয়ায় বাঁচতে চায়৷ অন্ধকারে... শূন্য ঘরে... তোমার শহরে.. রুগ্নতা...

অন্ধকারের বুকে

অন্ধকারের বুকে আধ পোড়া ছাই মাখা মন৷ আধঘুমে একাকী বিছানা বালিশে ছড়ানো এলো চুল একফালি ফ্ল্যাট ঘর , নোনা জল , বোবা কারখানা মনে পড়ে শেষ কবে হয়েছিল দু-জনার ভুল ? রোজ স্নানে শাওয়ারের জলে ধুয়ে ফেলি শরীর মোচন৷ অন্ধকারের বুকে আধ পোড়া ছাই মাখা মন৷ কতটা জলোচ্ছাস মুছে ফেলে তোয়ালের নীল ভাঙা চোরা সভ্যতা শুয়ে আছে আজও ওঠেনি৷ বালিশে ছড়ানো চুল একফালি মৃত ফ্ল্যাট ঘর দু-ফোঁটা জলের দামে গড়ছে না নতুন শহর৷   রোজ স্নানে শাওয়ারের জলে ধুয়ে ফেলি শরীর মোচন৷ অন্ধকারের বুকে আধ পোড়া ছাই মাখা মন৷

ডাকছে মন

{ ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ } অন্ধকার ঘরে, ঠিক মনে পড়ে, উড়ছে স্মৃতিগুলো বিষাদের ঝড়ে, {যে ঢেউ হারিয়ে গেছে তার কথা লিখে রেখো না৷} ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ {কত ইতিহাস পড়ে থাকে মরূদ্যানের বিছানায়৷} ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ অবহেলার ব্যথা ঝরে যাওয়া ফুল জানে তাকেও কবর দিও হৃদয়ের মাঝখানে নির্বাক স্বপ্নতে শিউলিকে বেঁধে দিওনা৷ ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ আবার হয়তো ঠিক দশ বছর পরে ক্লান্তির হাত ধরে ব্যস্ত শহরে দেখা হবে মুখোমুখি, অতীতকে চেনা যাবে না৷ যে ঢেউ হারিয়ে গেছে তার কথা লিখে রেখো না৷ -(৩)

নেশা

গঙ্গা পারে তোমায় ভেবে করছি শুধুই নেশা, জোয়ারে টাল খেয়েছে আমার ভালবাসা৷ — (২)  কোথায় গেলি ও রমনী, ধরতে গিয়েও আর পারিনি, হঠাৎ ঝড়ে উড়ছে মনের বাবুই পাখির বাসা৷৷ হাতে সস্তা সিগা...

গীটার

"বেজে যায় আমার গীটার, তোকে দেখে বারবার,"—(২) মন আমার  দেখে মরণ তোমার গালের টোলে রে, ডুব দিয়ে ভাসছি কেমন জলে৷ ও দ্যুতি রে... "যাবারই ছিলই যখন কেন করলি ছলনা, সারাদিন অনলাইনেই তবু কথা ...

মন

"প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন, হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন," —(২) নীলপরি উড়ে যায়, স্বর্গের বাগিচায় তোমারি ছোঁয়ায় লাগে ধন্য জীবন৷ প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন, হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন৷ কেন যে রাস্তাতে গান গাই মাঝরাতে, তোর ছবি উঠে দেখি হঠাৎ ভোর রাতে৷ "কত ঘুড়ি উড়ে যায়, স্বপ্নের ঠিকানায়," —(২) তোমার হাসিতে দেখি মৃত্যু এখন৷ প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন, হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন৷ গঙ্গার পাড়ে বসে গীটার বাজাই, স্মৃতির হাজার কথা মনে পড়ে যায়৷ "মুম্বই চলে গেলে, মানুষের কোলাহলে,"—(২) সুরগুলো ফিরে চায় তোমাকে এখন৷              ✍ প্রভাত ঘোষ.. 🌠

दिल का मेहमान

तुझे भुलाना अगर आसान होता, कोई और इस दिल का मेहमान होता । छोड़ गइ य़ादे तेरि गुङ्ज रहि बाते तेरि होता ना दर्द अगर दिल कोइ सामान होता, काश तेरे दिल का मै मेहमान होता । तुझे भुलाना ...