আবদ্ধতায়
পথের পাতা পথ ভুলেছে ওড়ার আগে, তার কী দায়?
তাকেই যখন বন্দী কর, ঘরের ভেতর ঝড় জমায়৷
ঝড়ের বুকেও ক্লান্ত প্রদীপ তোমার ছোঁয়ায় বাঁচতে চায়৷
অন্ধকারে...
শূন্য ঘরে...
তোমার শহরে..
রুগ্নতায়....
ভাঙবে বরফ, মৃত্যু খনি, প্রেম যখনই আবদ্ধতায়৷
কুয়োর ভেতর আটকে থাকা মৃত্যু ছাড়া কিচ্ছু নয়৷
ঝড়ের বুকেও ক্লান্ত প্রদীপ তোমার ছোঁয়ায় বাঁচতে চায়৷
তাকেও কিছু স্বপ্ন দিও,
ঠোঁটের ফাঁকে আটকে নিও...
শুয়োপোকার খোলস ভেঙে জীবন যখন উড়তে চায়....
প্রজাপতি পাহাড় ভেঙেও ঢেউয়ের মাথায় রং ছড়ায়৷
কুয়োর ভেতর জেগে থাকা মৃত্যু ছাড়া কিচ্ছু নয়৷
ঝড়ের বুকেও ক্লান্ত প্রদীপ তোমার ছোঁয়ায় বাঁচতে চায়৷
Comments
Post a Comment