গীটার

"বেজে যায় আমার গীটার, তোকে দেখে বারবার,"—(২)
মন আমার  দেখে মরণ তোমার গালের টোলে রে,
ডুব দিয়ে ভাসছি কেমন জলে৷
ও দ্যুতি রে...

"যাবারই ছিলই যখন কেন করলি ছলনা,
সারাদিন অনলাইনেই তবু কথা বলনা৷"—(২)
প্রেমিকের আবেগটাকে দূরে সরিয়ে রেখে
স্বপ্নের উড়ান ভরে জুয়া তুমি খেলোনা৷

"রোববারে আজও একা, বসে রই গঙ্গা পাড়ে,
তোমার ওই স্মৃতিগুলো গান গায় একনাগাড়ে৷"—(২)
হয়তো তুমি তখন, অন্যকে করলে আপন,
শরীরের স্বাদ নিয়ে সে "ভালবাসি" বলেনা৷

"বাজে আজও আমার গীটার, তোকে ভেবে বারবার,"—(২)
আজও মন মরণ দেখে তোমার গালের টোলে রে,
ডিঙিটা ভাসছে একাই জলে৷
ও দ্যুতি রে...
                    ✍ প্রভাত ঘোষ.. 🌠

Comments

Popular posts from this blog

মহুল বনের ধারে