নেশা

গঙ্গা পারে তোমায় ভেবে করছি শুধুই নেশা,
জোয়ারে টাল খেয়েছে আমার ভালবাসা৷ — (২) 

কোথায় গেলি ও রমনী,
ধরতে গিয়েও আর পারিনি,
হঠাৎ ঝড়ে উড়ছে মনের বাবুই পাখির বাসা৷৷

হাতে সস্তা সিগারেট, বেকারের ফক্কা পকেট,
কাছে এসে খুলবে কবে তোমার ওই সেক্সি জ্যাকেট? — (২)

টানবো কাছে গন্ধ নেবো,
তোমার নেশায় মাতাল হবো,
মাঝ দরিয়ায় গরম হবে আমার ভালবাসা॥

গঙ্গা পারে তোমায় ভেবে করছি শুধুই নেশা,
জোয়ারে টাল খেয়েছে আমার ভালবাসা॥

আমার মনের স্বপ্নগুলো,
ঘুম ভাঙতেই সব হারালো,
দূরত্বটা বলছে তোমার অহঙ্কারের ভাষা॥

গঙ্গা পারে তোমায় ভেবে করছি শুধুই নেশা,
জোয়ারে টাল খেয়েছে আমার ভালবাসা॥......

Comments

Popular posts from this blog

মহুল বনের ধারে

গীটার