মন

"প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন,
হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন," —(২)
নীলপরি উড়ে যায়, স্বর্গের বাগিচায়

তোমারি ছোঁয়ায় লাগে ধন্য জীবন৷

প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন,
হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন৷

কেন যে রাস্তাতে গান গাই মাঝরাতে,
তোর ছবি উঠে দেখি হঠাৎ ভোর রাতে৷
"কত ঘুড়ি উড়ে যায়, স্বপ্নের ঠিকানায়," —(২)
তোমার হাসিতে দেখি মৃত্যু এখন৷

প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন,
হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন৷

গঙ্গার পাড়ে বসে গীটার বাজাই,
স্মৃতির হাজার কথা মনে পড়ে যায়৷
"মুম্বই চলে গেলে, মানুষের কোলাহলে,"—(২)
সুরগুলো ফিরে চায় তোমাকে এখন৷
             ✍ প্রভাত ঘোষ.. 🌠

Comments

Popular posts from this blog

মহুল বনের ধারে

গীটার