অন্ধকারের বুকে
অন্ধকারের বুকে আধপোড়া ছাই মাখা মন৷ আধঘুমে একাকী বিছানা বালিশে ছড়ানো এলো চুল একফালি ফ্ল্যাট ঘর, নোনা জল, বোবা কারখানা মনে পড়ে শেষ কবে হয়েছিল দু-জনার ভুল?
রোজ স্নানে
শাওয়ারের জলে
ধুয়ে ফেলি শরীর মোচন৷
ধুয়ে ফেলি শরীর মোচন৷
অন্ধকারের বুকে আধপোড়া ছাই মাখা মন৷
কতটা
জলোচ্ছাস মুছে ফেলে তোয়ালের নীল
ভাঙা চোরা সভ্যতা শুয়ে আছে আজও ওঠেনি৷
বালিশে ছড়ানো চুল
একফালি মৃত ফ্ল্যাট ঘর
দু-ফোঁটা জলের দামে গড়ছে না নতুন শহর৷
ভাঙা চোরা সভ্যতা শুয়ে আছে আজও ওঠেনি৷
বালিশে ছড়ানো চুল
একফালি মৃত ফ্ল্যাট ঘর
দু-ফোঁটা জলের দামে গড়ছে না নতুন শহর৷
রোজ স্নানে
শাওয়ারের জলে
ধুয়ে ফেলি শরীর মোচন৷
অন্ধকারের বুকে আধপোড়া ছাই মাখা মন৷
ধুয়ে ফেলি শরীর মোচন৷
অন্ধকারের বুকে আধপোড়া ছাই মাখা মন৷
Comments
Post a Comment