ভয়
ভয়ের ভেতরে বেঁচে থাকা তুমি ঈশ্বর, তুমি বাস্তব
বাতাসের দেহে আয়না রেখেছে মৃত্যুর যুপকাষ্ঠ
তুমি কথা হীন, নির্বাক এক সত্য চলচিত্রে
লিখে রেখেছিলে প্রত্যেকে শুধু ডুবলে নিজের মধ্যে
নব বিপ্লবে জ্বলবে আগুন বিভেদের মানচিত্রে
ব্যার্থ তুমি জ্ঞানের ভাষায় মূর্খয় ভরা বিশ্বে
জীবনের উল্লাস আয়োজনে হিংসার দড়ি ছিড়তে
দেখ দেখ আজ জীবনের ভয় নিঃস্ব করেছে লজ্জা
ভয়টুকু শুধু রেখে যাও তুমি অর্ধমৃতের তীর্থে৷
জয় হোক, তবু ভয় হোক, দেহ ভেদাভেদহীন রক্তে
ক্ষয় হতে থাক হিংসার দড়ি, বিজ্ঞান ঢালো ভক্তে..
বাতাসে বাতাসে ভয় দাও প্রেম হারানোর ভয়ে বন্ধন..
বিশ্বের বুকে ছড়াও পুষ্প, ভালবাসা রাঙা চন্দন৷
বাতাসের দেহে আয়না রেখেছে মৃত্যুর যুপকাষ্ঠ
তুমি কথা হীন, নির্বাক এক সত্য চলচিত্রে
লিখে রেখেছিলে প্রত্যেকে শুধু ডুবলে নিজের মধ্যে
নব বিপ্লবে জ্বলবে আগুন বিভেদের মানচিত্রে
জীবনের উল্লাস আয়োজনে হিংসার দড়ি ছিড়তে
ভয়টুকু শুধু রেখে যাও তুমি অর্ধমৃতের তীর্থে৷
ক্ষয় হতে থাক হিংসার দড়ি, বিজ্ঞান ঢালো ভক্তে..
বিশ্বের বুকে ছড়াও পুষ্প, ভালবাসা রাঙা চন্দন৷
Comments
Post a Comment