ঝাপ ফেইলে দে ঠাকুর দালানের (বাউল)

কার লাইগে তুই বইসে আছিস 
হালের ওপর জল ফেইলেছিস
আইসবেক নাই কোন ঠাকুর তুহার দুরানে...
ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷
ও চাষা রে...
ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷

চোখ মুছে লে রে চাষা
মেঘ কাইটবেক সর্বনাশা
হাল ধরে লে সোনার সীতাই আসুক উঠানে
ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷
চাষা রে...
ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷

চান করা অক্ষরে ও তোর ব্যাটা বিটিকে
ব্যাবসা শিখে শহর থেকে আইসলে ফেরত গাঁয়ে তে....
ঝাঁপ ফেলে দে ঠাকুর দালানের... 
ও চাষা রে...
ঝাপ ফেলে দে ঠাকুর দালানের৷

মাথায় করে রাখবি যদি মায়ের মাটিকে
একদিন ঠিক জল খাবি রে সোনার ঘটিতে৷

উধার থেক্যে জানলা বাইয়ে
ভালছে ঠাকুর তোর দালানে 
সোনার সীতা হাত রাইখেছে মাথা শিথানে...
ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷
ও চাষা রে...
ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷

জানবি যে গাছ ফলছে যত
নুইতে থাকে শুঁড়ের মত
কতক সোনা ছড়াই দে তোর ফাঁকা উঠানে..
ঝাঁপ পড়েছে ঠাকুর দালানে৷
ও চাষা রে...
ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷

অহংকারের ভিতরে কাঁটা অন্ধকারী সর্বনাশা
উল্টে যাবেক আবার পাশা...

মা কে যেদিন ভুলে যাবি
চোখের জলেই শোক মানাবি
অন্ধকারের বাজ পড়বেক তুহার উঠানে
ঝাঁপ পড়বেক ঠাকুর দালানে...
ও চাষা রে...
ঝাপ পড়বেক ঠাকুর দালানে৷

ঝাপ ফেলে দে ঠাকুর দালানের৷
ও চাষা রে...
ঝাপ ফেলে দে ঠাকুর দালানের৷

Comments

Popular posts from this blog

মহুল বনের ধারে

গীটার