ডাকছে মন
{ ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ } অন্ধকার ঘরে, ঠিক মনে পড়ে, উড়ছে স্মৃতিগুলো বিষাদের ঝড়ে, {যে ঢেউ হারিয়ে গেছে তার কথা লিখে রেখো না৷} ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ {কত ইতিহাস পড়ে থাকে মরূদ্যানের বিছানায়৷} ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ অবহেলার ব্যথা ঝরে যাওয়া ফুল জানে তাকেও কবর দিও হৃদয়ের মাঝখানে নির্বাক স্বপ্নতে শিউলিকে বেঁধে দিওনা৷ ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ আবার হয়তো ঠিক দশ বছর পরে ক্লান্তির হাত ধরে ব্যস্ত শহরে দেখা হবে মুখোমুখি, অতীতকে চেনা যাবে না৷ যে ঢেউ হারিয়ে গেছে তার কথা লিখে রেখো না৷ -(৩)