Posts

Showing posts from July, 2017

ডাকছে মন

{ ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ } অন্ধকার ঘরে, ঠিক মনে পড়ে, উড়ছে স্মৃতিগুলো বিষাদের ঝড়ে, {যে ঢেউ হারিয়ে গেছে তার কথা লিখে রেখো না৷} ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ {কত ইতিহাস পড়ে থাকে মরূদ্যানের বিছানায়৷} ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ অবহেলার ব্যথা ঝরে যাওয়া ফুল জানে তাকেও কবর দিও হৃদয়ের মাঝখানে নির্বাক স্বপ্নতে শিউলিকে বেঁধে দিওনা৷ ডাকছে মন তোমায়, ভুলে মৃত্যু যন্ত্রনা, এই মনখারাপ বিকেল জানে সুরটা খুব চেনা৷ আবার হয়তো ঠিক দশ বছর পরে ক্লান্তির হাত ধরে ব্যস্ত শহরে দেখা হবে মুখোমুখি, অতীতকে চেনা যাবে না৷ যে ঢেউ হারিয়ে গেছে তার কথা লিখে রেখো না৷ -(৩)

নেশা

গঙ্গা পারে তোমায় ভেবে করছি শুধুই নেশা, জোয়ারে টাল খেয়েছে আমার ভালবাসা৷ — (২)  কোথায় গেলি ও রমনী, ধরতে গিয়েও আর পারিনি, হঠাৎ ঝড়ে উড়ছে মনের বাবুই পাখির বাসা৷৷ হাতে সস্তা সিগা...

গীটার

"বেজে যায় আমার গীটার, তোকে দেখে বারবার,"—(২) মন আমার  দেখে মরণ তোমার গালের টোলে রে, ডুব দিয়ে ভাসছি কেমন জলে৷ ও দ্যুতি রে... "যাবারই ছিলই যখন কেন করলি ছলনা, সারাদিন অনলাইনেই তবু কথা ...

মন

"প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন, হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন," —(২) নীলপরি উড়ে যায়, স্বর্গের বাগিচায় তোমারি ছোঁয়ায় লাগে ধন্য জীবন৷ প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন, হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন৷ কেন যে রাস্তাতে গান গাই মাঝরাতে, তোর ছবি উঠে দেখি হঠাৎ ভোর রাতে৷ "কত ঘুড়ি উড়ে যায়, স্বপ্নের ঠিকানায়," —(২) তোমার হাসিতে দেখি মৃত্যু এখন৷ প্রিন্সেপঘাটে আজ হারিয়েছে মন, হঠাৎ আকাশ জুড়ে নামল শ্রাবন৷ গঙ্গার পাড়ে বসে গীটার বাজাই, স্মৃতির হাজার কথা মনে পড়ে যায়৷ "মুম্বই চলে গেলে, মানুষের কোলাহলে,"—(২) সুরগুলো ফিরে চায় তোমাকে এখন৷              ✍ প্রভাত ঘোষ.. 🌠