Posts

Showing posts from 2020

মহুল বনের ধারে

{মহুল বনের ধারে বয়েস পিছিয়ে গেলে} জোড়ের জলের কণা ভেজার ডাক পাঠালে {গ্রীষ্মের সকালে মাছরাঙার ডানা শ্যামলা মেয়ের যৌবনকে ছুঁয়ে দিলে} {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷} হলদে ফড়িং কত গল্প শোনাবে বলে ডাকছে সবুজ বিছানায়... এসব দিনের কথা ইতিহাস হবে বলে লিখছি রঙিন কবিতায়... {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷} মহুল বনের ধারে বয়েস পিছিয়ে গেলে কুরচি ফুলের চুমু বেহায়া বুকের তলে { আগুনে পুড়বে বলে জঙ্গলের হাওয়া শ্যামলা মেয়ের যৌবনকে ছুঁয়ে দিলে} {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷}

ঝাপ ফেইলে দে ঠাকুর দালানের (বাউল)

কার লাইগে তুই বইসে আছিস  হালের ওপর জল ফেইলেছিস আইসবেক নাই কোন ঠাকুর তুহার দুরানে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ ও চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ চোখ মুছে লে রে চাষা মেঘ কাইটবেক সর্বনাশা হাল ধরে লে সোনার সীতাই আসুক উঠানে ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ চান করা অক্ষরে ও তোর ব্যাটা বিটিকে ব্যাবসা শিখে শহর থেকে আইসলে ফেরত গাঁয়ে তে.... ঝাঁপ ফেলে দে ঠাকুর দালানের...  ও চাষা রে... ঝাপ ফেলে দে ঠাকুর দালানের৷ মাথায় করে রাখবি যদি মায়ের মাটিকে একদিন ঠিক জল খাবি রে সোনার ঘটিতে৷ উধার থেক্যে জানলা বাইয়ে ভালছে ঠাকুর তোর দালানে  সোনার সীতা হাত রাইখেছে মাথা শিথানে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ ও চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ জানবি যে গাছ ফলছে যত নুইতে থাকে শুঁড়ের মত কতক সোনা ছড়াই দে তোর ফাঁকা উঠানে.. ঝাঁপ পড়েছে ঠাকুর দালানে৷ ও চাষা রে... ঝাপ পড়েছে ঠাকুর দালানে৷ অহংকারের ভিতরে কাঁটা অন্ধকারী সর্বনাশা উল্টে যাবেক আবার পাশা... মা কে যেদিন ভুলে যাবি চোখের জলেই শোক মানাবি অন্ধকারের বাজ পড়বেক তুহার উঠানে ঝাঁপ পড়বেক ঠাকুর দালানে... ও চাষা রে... ঝাপ পড়বেক ঠাকুর দালানে...

ভয়

ভয়ের ভেতরে বেঁচে থাকা তুমি ঈশ্বর, তুমি বাস্তব বাতাসের দেহে আয়না রেখেছে মৃত্যুর যুপকাষ্ঠ তুমি কথা হীন, নির্বাক এক সত্য চলচিত্রে লিখে রেখেছিলে প্রত্যেকে শুধু ডুবলে নিজের মধ্যে  নব বিপ্লবে জ্বলবে আগুন বিভেদের মানচিত্রে ব্যার্থ তুমি জ্ঞানের ভাষায় মূর্খয় ভরা বিশ্বে জীবনের উল্লাস আয়োজনে হিংসার দড়ি ছিড়তে দেখ দেখ আজ জীবনের ভয় নিঃস্ব করেছে লজ্জা ভয়টুকু শুধু রেখে যাও তুমি অর্ধমৃতের তীর্থে৷ জয় হোক, তবু ভয় হোক, দেহ ভেদাভেদহীন রক্তে ক্ষয় হতে থাক হিংসার দড়ি, বিজ্ঞান ঢালো ভক্তে.. বাতাসে বাতাসে ভয় দাও প্রেম হারানোর ভয়ে বন্ধন.. বিশ্বের বুকে ছড়াও পুষ্প, ভালবাসা রাঙা চন্দন৷