Posts

Showing posts from May, 2020

মহুল বনের ধারে

{মহুল বনের ধারে বয়েস পিছিয়ে গেলে} জোড়ের জলের কণা ভেজার ডাক পাঠালে {গ্রীষ্মের সকালে মাছরাঙার ডানা শ্যামলা মেয়ের যৌবনকে ছুঁয়ে দিলে} {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷} হলদে ফড়িং কত গল্প শোনাবে বলে ডাকছে সবুজ বিছানায়... এসব দিনের কথা ইতিহাস হবে বলে লিখছি রঙিন কবিতায়... {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷} মহুল বনের ধারে বয়েস পিছিয়ে গেলে কুরচি ফুলের চুমু বেহায়া বুকের তলে { আগুনে পুড়বে বলে জঙ্গলের হাওয়া শ্যামলা মেয়ের যৌবনকে ছুঁয়ে দিলে} {আমার পুরোনো প্রেম তার ছবি এঁকে নিতে যায়৷}